fbpx
আমরা আছি সবসময় আপনাদের সাথে

সাংবাদিক রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন পরীমনি।

0 66

সাংবাদিক রূপে আজ দর্শকদের ধরা দেবেন হালের আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি তিনি কাজ করেছেন ওয়েব ফিল্ম ‘প্রীতি’তে। এতে নামভূমিকায় অভিনয় করেছেন পরী। চলচ্চিত্র গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্মটি আজ বৃহস্পতিবার বায়োস্কোপ অরিজিনালসের অবমুক্ত হবে।

গত ৯ ডিসেম্বর ওয়েব সিরিজের টিজার মুক্তি পায়। মাত্র কয়েক সেকেন্ডের টিজারে দেখা যায় অগ্নিমূর্তি পরীমনিকে। কোনও এক কারণে রেগে থানা থেকে বের হয়ে যাচ্ছেন তিনি। ‘প্রীতি’র ট্রেলারও বেশ সাড়া জাগিয়েছে। ট্রেলারের মাধ্যমে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বুঝিয়ে দিয়েছেন দারুণ থ্রিলার এক গল্পের আভাষ। আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মাণ এই ওয়েব ফিল্মের দৈর্ঘ্য ৩৭ মিনিট।

শাহরিয়ার শাকিল প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, সূচনা আজাদ, শহীদুল আলম সাচ্চু, রহমত আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, কালিন্দী কণা, আমিরুল ইসলাম প্রমুখ।

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.